ফাগুন
---তুলোশী চক্রবর্ত্তী


নবীন আনন্দে এই ফাগুনের,
রচেযাবো আমি কিছু ছন্দের_
খ্যাপা হাওয়ায় ঢেউ উঠেছে বনবনান্তে
ঢেউ উঠেছে চীর বকুলের গন্ধে,
এসেছে নবীন আজি সব সুখের বনে
কোকিলের গীতি হয়ে মনে আনমনে।
এসেছে যে ফাগুন শ্রাবনেরই ধারার মতো,
এসেছে ফুল হয়ে,সর্ষে খেতেও।


শিমুল গাছেও ফাগুন, আগুন রং এ আসলো,
তাইনা দেখে মনে আমার ভালোবাসা জাগলো,
বিরহে যদি তোমার চোখের জল জোয়ার হয়েও চলে,
আশার সব প্রদীপ ও নিভে গেলে,
শিখে নিও ফাগুনেইনতুন করে জীবনে আল্পনা দিতে
সেই যে পারে পাতাঝরা গাছেফুলে ফুলে ডালা ভরে দিতে।
তাই নতুন আশায় দেখো সপন,
অনন্ত সমীরনের মতো করো তারে বপন।।