গভীর কাননে হারিয়ে গেলে
তুলোশী চক্রবর্তী


গভীর কাননে হারিয়ে গেলে
যখন পথ খুঁজে না পাবো,
নুপুর কিংবা বংশী ধ্বনী পেলে
আমি সেদিকেতেই যাবো।
যদি সে পথের কখনো শেষ না হয়
পথে সাগর গিরি মরু পর্বত রয়
হয় যদি শ্বাপদ সংকুল ,কন্টকময়
লঙ্ঘিব তবু আমি না মেনে পরাজয়।
ক্ষুধা তৃষ্ণা ভুলেতে হবে জানি
জানি একলা হবে যেতে,
হৃদয়ে থাকবে একটি মাত্র পণ
পৌচ্ছাতে হবে আমার প্রভুর দ্বারেতে ।
ধন্য হবে তবে জনম মরন
সেই গোপীনাথের দর্শনেতে।।