হে কালা আমার কালা
তুলোশী চক্রবর্তী


সুদর্শন-পাঞ্চজন্য
করে শোভে সুন্দর
কৌমদকী-পদ্মহস্ত
তুমি যে সর্বেশ্বর।
কর্নেতে কুন্ডল 
আর বাহুতে কেয়ুর 
শিরে শিখীপুচ্ছ ধর
পায়েতে নুপুর।
গায়ে পীতবাস 
গলে বনমালা 
অলকা তিলকা ভালে
হে কালা আমার কালা।
কখনো বংশী ধর 
কখনো শরাসন
কখনো গোচারণে 
কখনো রাধা সহ বৃন্দাবন।
হে গোবিন্দ আমার
 প্রাণ গোবিন্দ হে
আশ্রয় দিয়ো গো আমায়
তোমার শ্রী চরণে।