কোথায় গেলে হবে দেখা
তুলোশী চক্রবর্তী


কোথায় গেলে হবে দেখা
প্রাণের যাদব হে
সরযুতীরে তমাল তলে
বলবে যেথা যাবোই চলে
গঙ্গাতীরে নিধুবনে
হেথা হোথা বৃন্দাবনে
কোথায় গেলে তোমায় পাবো,
প্রভু তুমি দাওনা বলে,
তোমার শ্রী চরণ পাবার আশায়
তাকিয়ে থাকি আকাশ পানে
নিরাকার রুপে চিনতে নারি
তাইতো খুঁজি সন্নিধানে,
জানি তুমি যে চতুর বড়
দিবেনা ধরা তোমার বেশে
তাইতো হেসে লুকিয়ে পড়ো
ঐ মেঘের দেশে তারার পাশে।