সামর্থ্য-অসামর্থ্য
তুলোশী চক্রবর্তী


কখনো সামর্থ্য ছিলো না আমার
তোমায় দিতে একমুঠো হাসি উপহার,
কারন আমার প্রতিটি ডাকে
তোমার মনে ভীষন বিরক্তি আর ব্যস্ততা জাগে,
দুঃখের ভার আমার কাঁধ নাই বা ছাড়ুক
যতই মনে অবিরত বিষন্নতা ঝড়ুক,
তবু সুখ পেতে চাই না তোমার করুনায়
বাঁচতে চাই আমি নিজের প্রচেষ্টায়,


তোমার সীমাহিন কৃত্রিম ব্যবহার
বিধ্বস্ত মনে আমি হয়ে গেছি পার,
নিজেকে ভালোরাখতে আর সইতে সব অবিচার
আজ ততটাই শক্তির অধিকারী,ঠিক যতটা দরকার,
জানি আমি তুমিও তেমন
পদ্ম পাতা জলে থেকে ভিজে না যেমন,
আমি কি কিছু চেয়েছি?কোন অধিকার?
চেয়েছি কি হতে?তোমার গল্পের অসংখ্য নায়িকার পাহাড়?
শুধু চেয়েছি একটু হাসি মুখে আমার দিকে তাকাও
জানি তুমি অসমর্থ্য,তাই আমার ভুবন থেকে ফিরে যাও।