তোমায় বলছি হে শিব
কলমে তুলোশী চক্রবর্তী


বিচ্ছেদের প্রলয় গ্রাসে
যে পড়েছে একবার
সে জানে সে জানে
বিচ্ছেদ নেয় কি আকার,
তত্ত্বজ্ঞ্যানী ত্রিলোচন
তিনিও সতীর বিরহে মোহাবিষ্ট হন
শোকানলে কাঁদেন,মূর্চ্ছা যান
কখনো পাগল প্রায় রন।
ভোলানাথ সতীদেহ কাঁধে করে
ঘুরে নির্জনে পর্বতে সাগর তীরে,
সতী বিরহে বিষাদে পঞ্চানন
বিরহে নয়ন হতে অশ্রু বারি ঝড়ে।
বারবার বলে _"হে মোর প্রিয়া
আমারে রেখে কোথা গেলে?
এসেছি তোমার নিকটে
একবার দেখো দেখি নয়ন মেলে,
তোমার বিরহে শক্তিহীন আমি
দেহে রহেনা গো প্রাণ
উঠো প্রিয়া দেহো আমায়
একবার আলিঙ্গন দান।
উঠো উঠো দক্ষকন্যা
বিরহে শোকাচ্ছন্ন কলেবর
উঠো আমার প্রাণপ্রীয়তমা
এতবলি_অবিরত কাঁদে হর।


পরজন্মে সতী পার্বতী রুপে
জন্মনিলো মেনকার কোলে
অতপর হর পার্বতী মিলন হলে
সবে দুংখ গেলো ভুলে।


মোহাচ্ছন্ন আমিও হয়েছি
শোনো  হে ত্রিলোচন
হারিয়েছি প্রাণপ্রীয়তমে
বিচ্ছেদে কাঁদে নয়ন।
এক তুচ্ছ মানব আমি
তোমায় বলছি হে শিব
বলো মোরে কি করিলে
পরজন্মে তারে (গোবিন্দেরে) পাবো।