একবার এসো, খোলা আকাশের নীচে-
যেটুকু জীবন আছে আর অবসর;
এখানে দাঁড়াও কিছুটা এখনও আছে
আলোকিত হোক তোমার প্রিয় অন্তর।


একবার চাও, আমার ঠোঁটের কাছে
আকাশ দেখাব আজ অনন্ত বিস্তৃত;
আমি নিরাশ্রয় প্রেমহীন এই সাঁঝে
দিগন্তের মাঝে আমি আছি যে অক্ষত।


একবার হাসো, আমার চোখেতে চেয়ে-
প্রতিবার ভাবি জীবন মহাসঙ্গীত
দেখাব জীবন তোমাতেই ছিল বেয়ে-
আজ অবশেষে ভাজ্য-ভাজক অতীত।
           ---------