কতকাল হবে এসেছি এ ভবে
ভাবিতে পারিনা আজ;
সুরের আঙিনা ডানা মেলে যায়
স্মৃতি অমলিন সাজ।


আছি জরা দেহে, তবু কত স্নেহে-
মন চায় সবাকার;
দেখি কেহ নাই, বধূ মাতা ভাই!
আছে শুধু হাহাকার।


আপন হৃদয়ে লক্ষ মাঝেতে
যাদের বেসেছি ভালো;
দূরে তারা গেছে অসীম ক্ষুধায়
নিজেকে আগুন জ্বালো।


কেউ যেন এসে বলে যায় মোর
জীবনের কারাগারে;
প্রাণের মন্ত্র ভুল হয়ে গেছে
অশ্রু বেদনাধারে।


এসেছেন তিনি, মনেতে আমার
হাত ধরে আছি তার;
জানি তিনি শুধু আপন হৃদয়ে
বন্ধুপ্রিয়তি হার।


আজ বসে ভাবি দূরে পরকাল
কী আর করেছি আমি;
নিজে ভালো থাকি অপরের দোষে
ভেবেছে অন্তর্যামী।