আজ কেন ভুলে গেলে এবেলায়,
তোমার মন কি ছিল এ খেলায়;
আজ পেয়েছি তোমার প্রতিদান।


তোমার চোখেতে কেন জলধারা-
তোমার রূপে আমি হয়েছি হারা;
চেয়ে চেয়ে দেখি তোমার পরান।


ফুল ফোটে শাখে, কত কথা কয়
নবীন অলির সাথে পরিচয়।
আজ ওই মনে এত অভিমান!


তবে কেন কাছে এসে না চেয়েছ-
আমাকে ফিরিয়ে কি ভালোবেসেছ!
আজ শুনিবে না আমার এ গান!
      -------------


***ছন্দ: মাত্রাবৃত্ত


পর্ব বিভাজন: পূর্ণ পর্ব- ১২ মাত্রায়।