তখন ডুবেছে সূর্য তোমার হাতখানি এই হাতে ধরা!
সোহাগ প্রকৃতির মাঝে জেগে আছি আমি আর তুমি;
তোমার চোখে জলের ধারা আজ শুধু মনে পড়া।


কি জানি কোথায় ছিল, কবেকার সেই প্রেম মনোহরা
সবুজ ঘাসের উপর তোমার আঁচল ছিল আপনার ভূমি;
তখন ডুবেছে সূর্য তোমার হাতখানি এই হাতে ধরা।


আদর সোহাগ ছিল বক্ষটি জুড়ে নয়নে এই সসাগরা-
ক্লান্ত আকাশ তলে বয়ে গেছে আদরের মৌসুমি;
তোমার চোখে জলের ধারা আজ শুধু মনে পড়া।


জলাশয়ে কত ফুল সব যেন আজ খুশিতেই ভরা-
তোমার লজ্জার তলে খুঁজে গেছি আদরের ঘুমই;
তখন ডুবেছে সূর্য তোমার হাতখানি এই হাতে ধরা।


চারিদিকে কেউ নেই সবুজের গোধূলিতে মনে করা
তোমার পায়ের নূপুর কেঁদে গেছে, ডেকে গেছে ঝুমঝুমি;
তোমার চোখে জলের ধারা আজ শুধু মনে পড়া!


মনেতে আগুন ছোটে তোমার চোখের পরে ভীষণ উত্তরা-
অবেলায় সেই চোখে, সেই মুখে আদরেতে দিই চুমি
তখন ডুবেছে সূর্য তোমার হাতখানি এই হাতে ধরা;
তোমার চোখে জলের ধারা আজ শুধু মনে পড়া।
            ------
# ভিলানেল।