আবার যদি বা ফিরে আমি আসি
তোমার কাছেই ফিরি;
আমার স্বপ্ন আদরে সোহাগে
লজ্জা নিয়েই ঘিরি।


প্রকৃতির বুকে গাছ গাছালিরা
মধুর ও নীলাকাশ;
বন্ধু স্বজন প্রেয়সি আমার
অবাধ শ্রাবণমাস।


থাকবে এ মুখে কবিতা ও গান
তোমার সে স্বরলিপি;
তোমার পরশ এমন মুখেতে
ভালোবেসে বেহিসেবী।


আজিকে তোমাকে ভালোবেসে তাই
লভি দুর্গমগিরি;
আমার ঘুমেতে চেয়ে থাকো তুমি
তোমাতে প্রণয় সিড়ি।
      ----