বৃষ্টিরানি বৃষ্টিরানি ফিরলে অবশেষে-
একলা একায় ঘুরে এলে তেপান্তরের দেশে।
তাই বুঝেছি ফোন করোনি শূন্য একারবেলা;
তোমার ও সুর শুনতে চেয়ে মন যে উতলা।


আমার সাথে বলতে কথা আজকে গেছ ছাদে-
বিকেলবেলায় বৃষ্টিরানি কোন সে অপরাধে।
তোমার কানে ফোন রেখেছ চুলগুলি সব ছেড়ে-
নিজের পা-টি দোলাও বসে কোন সে কপাল ফেরে।


বৃষ্টিরানি শীতের বেলা বন্ধ তোমার ঘর;
অন্যঘরে ঘুমায় শিশু দিয়েছ উত্তর।
নীচুস্বরে চুপটি করে হেলিয়ে দিয়ে গা-
আবেগমাখা কণ্ঠে তুমি, সোহাগ বিছানা।


হঠাৎ করে  ফোন রেখেছ দৌড়ে নীচে এসে-
কলিংবেল-এ ডেকেছে কেউ আচার পিসি হেসে।
আবার তুমি দৌড়ে গেছ তোমার গোপন ছাদে
আবার তুমি ফোন করেছ একটু খানিক বাদে।
           ----------