সুগন্ধি ধূপের মতো আবছায়া তুমি!
এ ভাবেই চিনে গেছি চন্দনসুবাস;
মহাশূন্য গ্রাস করে সেই অন্তর্ভূমি
স্মৃতিচিহ্ন হয়ে থাকে সেথা বারোমাস।
আবার কখনো এসো হিমবাহ হয়ে-
বিশাল-বিপুল স্রোতে আমি ভেসে যাই;
আকাঙ্ক্ষার শঙ্খধবনি বিপুলা নির্ভয়ে
মহাবেগে ছুটে আসে সে উপশিরায়।


আমার মোহরমন আরও হয় লাল
রোমকূপে স্পর্শ আনে নূতনজীবন;
শুষ্কমনে বন্যানদী শীতল আকাল
ভেসে যাই তার তরে পৃথিবী আপন।
দূরদেশ মহাশূন্য পার হয়ে যাব-
চরাচর জুড়ে আমি প্রবাহ ফেরাব।