তোমাতে ঘুমিয়ে গেছি, গোধূলিবেলায়
সেদিন তীব্র দহনে! মনেতে প্লাবন
নীরবে চাহিয়া থাকি আপনখেলায়;
পাশ দিয়ে চলে গেছে তপনশ্রাবণ।
ওই মুখে কত কথা কত হাসাহাসি-
নানান মধুরস্মৃতি মোছো আঁচলেতে;
কিছু শুনি কিছু বুঝি কিছু ভালোবাসি-
কিছু কিছু হিংসা করি তোমার সুখেতে।


শেষকথা কী যে হল তা তো শুনি নাই
দু' চোখে ঘুমের সাথে অতীব নিমগ্ন!
কোন কথা বলিয়াছ কিছু দেখি নাই
কেন যে হয় নি মোর নিদ্রাখানি ভগ্ন।
মনতলে শুনিতাম আরও কত কথা
অদিতি নয়ন মাঝে আপনার ব্যথা।