তোমাতে চেয়েছি আমি আড়ালেতে সবুজবেলায়-
আমোদিনী সুরোধনী একাকীত্বে সাজের খেলায়।


কৃষ্ণকলি মূর্তিখানি তোমাতেই ও কৃষ্ণের রূপ
শুধু চাই বদনেতে অসহায় কথা মাঝে চুপ।


কালো চুল, কালো ঠোঁটে কালো রূপ, কালো নিশিহার;
কৃষ্ণের বদন মাঝে তার ছিল আলোক বাহার।


কেন যেন আকাশেতে ঝরঝর নীল রাঙামেঘ
তোমার বুকের 'পরে অবেলায় দৃষ্টিতে আবেগ।


অবশেষে ঠাই নিই অবসাদে ও আঁচল পারে-
শুধায়েছ মোর নাম কাছে এসে আধো অন্ধকারে।


ক্ষণিক চেয়েছি আমি আবাহনে তোমার আঁখিতে
এমন চাহুনি বুঝি এই চোখ পারিনি রাখিতে।


আমার সকল দান সমর্পিত মোর কৃষ্ণকলি
তোমার ঋণ মাঝারে হারাবই এ প্রেম সকলই।