প্রতিদিন জানালায় দেখে গেছি দৃশ্য-
চিরনতুনের স্বাদে বড়ো একরোখা;
নারকেল পাতাটির মাঝে পাই দেখা
নতুনত্বে! এ পল্লির পথ আমার বিশ্ব।
সূর্যের আলো এসেছে আমাকেই নিঃস্ব
করিবে এবার; মনে ধুলোবালি রেখা-
পারিযায়ী সেই মনে আজ বুঝি একা;
আলো জ্বলে, আলো নেভে, তোমার সহাস্য।


একদিন নিয়তি যে আসিবে এভাবে!
ডেকে পাঠাবে ঈশ্বর নিজে ব্যক্তিগত;
আমি বসে ভেসে যাই একান্ত স্বভাবে-
আমার ঘরের আলো তোমাদের মতো।
ঝড় আসে, রোদ হাসে, বকুল শ্রাবণ
আহ্লাদিত মন আসে সময় আপন।