আজ প্রভাতের কালে ছুঁয়ে গেছ তুমি
আমার দুয়ার দেশ! তোমার আঁচল
লেগে আছে গৃহদ্বারে; মোর প্রিয় ভূমি
বিশুদ্ধ করেছ আজ।  অশ্রুতে সজল-
সারারাত অবসাদে একা নীরালায়-
ভেবেছি গোপন ঋণ জাগরিত বোধ;
আজ বুঝি সেই দান মোর সীমানায়
সকল সে কথামালা দিব আজি শোধ।


তাকিয়ে দেখেছ শুধু আমার উঠান
খানি; নানা ফুলে নানা উপচার ঢাকা-
আমার ঘরের মাঝে আছে অভিমান;
মুছে গেছে, তবু আছে! কিছু স্মৃতি আঁকা!
আমি শুধু চেয়ে দেখি সেদিনের সুরে-
আমার একেলা ভোর তুমি আছ দূরে।
              -------