পথটা পেড়িয়ে যেই পৌঁছাব ওপারে
একা; আমাকে দেখবে অচেনার মুখ!
সামনেতে তাকাতেই মৃদু অন্ধকারে-
দেখি, এক জোড়া হাত আছে যে উৎসুক।
আমাকে আপন করে টেনে নিয়ে যাবে-
ঠোঁটে মুখে স্পর্শ দেবে, আমি প্রতিবাদী;
আরও থেকে আরও এ শরীর খাবে
মিথ্যা প্রেমডোরে বেঁধে আমার সমাধি।


আমার চোখেতে জল, তার ক্রুর হাসি
লালায়িত সীমানায় আমাকে পোড়াবে;
এভাবে একা জীবনে ঠোঁটচাপা ফাঁসি
আমাকে আঁধারে রেখে সবাই পালাবে।
আমি চেয়েছি আঁধারে পিপাসার জল
চেপে রাখা মধুবন সকলই বিফল।
          ---------