চূর্ণীপ্রিয়া কাটল কেমন আজ সারাটা দিন
আমার মনে শুধুই তুমি আমি কর্মহীন
আকাশ জুড়ে মেঘের দেখা ভাদর শেষের বেলা
চূর্ণী নদীর জল বুঝি আজ একটু উতলা।


জানি তোমার অনেক কাজ মাটির পুতুল garo
উঠান জুড়ে তার নমুনা ভাবনা থরো থরো
এখন পুতুল গুছিয়ে নেবে সকল পুতুল কন্যা
ভাদর শেষে আবার যদি অভিশাপের বন্যা।