বিবর্ণ জীবনেতে বাহারি রঙেতে সময়-
সানন্দে বৃদ্ধাশ্রমে প্রবীণ ভাড়া বিছানায়।


শহরের জীবন কাটায় তারা নাগরিক;
খেদ নেই, অভিমান নেই, সব ঠিক ঠিক।


দুঃখ-কষ্ট নেই, শুধু আছে ভালোবাসা তৃপ্তি
সময়ের সাথে পাল্টে গেছে তাদের সে দীপ্তি।


প্রয়োজনে ছেলে মেয়ে সাত সমুদ্রের পারে
তবুওতো স্বাচ্ছন্দ্যে সবাই মা একেলা ঘরে।


হাসি মুখে কাটিছে সময় ইচ্ছাটি পূরণ
মিলেমিশে থাকে সবে হেথা অনেক নূতন।


আমরা স্বাধীন আমাদের কোনো খেদ নাই
আনন্দ এ আশ্রমে আমরা এসেছি স্বেচ্ছায়।
                ------