তোর মুখটা চাঁদের মতো
দেখি ফুলের মতন হাসি;
তোর কথাতেই অবিরত
একাকী কেমন যেন ভাসি।


তোর হৃদয়ে স্বপ্ন পুরাণ
অনেক জমাট বেঁধে আছে;
তুই ছিলি নিত্য অনুমান
সকল বাঁধা আমার কাছে।


স্বপ্ন সাথে আঁচলেতে ঢাকা
সন্ধ্যাদীপে স্বপ্ন অনাবিল
বাঁকা ঠোঁটে দুষ্টুমি যে আঁকা
ও চোখে আকাশ দেখি নীল।


বিশ্ব চিনেছি কেমন ছন্দে
গুলিয়ে গেছে ও কাব্যকথা;
ভুরুতে চোখ রেখেছি দ্বন্দ্বে
সে আমার হৃদয়েতে গাঁথা।
         ------