প্রদীপের নীচে থাকে গাঢ় অন্ধকার!
সেই অন্ধকার বুকে নিয়ে পিলসুজ
আঁধার মুছিতে আসে! হৃদয় অবুঝ;
মোম গলে হাত পোড়ে, আজ বারবার
পারবে কি তুমি তারে করিতে সংহার!
আঁধারে এনেছ বুঝি গভীর সবুজ-
লজ্জাসাথে মাথা নত ঘৃণাসাথে ন্যুব্জ
শেষমেশ সাথে থাকে সেই চিৎকার।


প্রথম সাক্ষাতে বুঝি কোন পরিচয়ে-
আনন্দে কাটে সময় নিয়তবেলায়
স্মৃতির বাঁধন মাঝে নিরুত্তাপ ভয়ে-
বসন্তে উদাস হই জোয়ারখেলায়;
অন্ধকারগুলি আজ গিয়েছে হারিয়ে
আঁধার করিবে দূর আজ সীমানায়।
           --------