চেয়ে রব চিরকাল ও চোখের পানে-
যেখানেতে বাঁধা আছি ও আঁখিতারায়;
বারেবারে চোখে চাহি নয়নে হারায়
শোনাব মধুর সুর নব গানেগানে
নয়নে রাখিব চোখ বুঝি সবখানে!
কত কি বলিব চোখে আঁখি ইশারায়
ডুবেছি নয়ন দ্বারে আমি অসহায়!
লুকিয়ে রেখেছি চোখ গুপ্ত অভিমানে।


অতপর আঁখি মুদে চাও নত মুখে
আমি দেখি বারেবারে নীরব উত্তর;
ও আঁখিতে কত মায়া জানে নাই মন
চেয়েছি আঁখির মাঝে কবিতার সুখে-
এভাবে আসিবে কাছে স্বপনের ভোর
আমার হৃদয়ে বহে তার সমীরণ।