তুমি মেয়ে এই জানতাম!
আজ জেনে গেছি তুমি কবি;
খাতাতে ও-নাম লিখিলাম
এঁকেছি তোমার সেই ছবি।


চারিদিকে কত কলহাস্য
তুমি নও এখানে শঙ্কিত;
আমার মুখেতে শত ভাষ্য
তোমাতেই তারা যে অঙ্কিত।


আগে কত করে গেছি ভুল
সব রঙে আজ ঢেকে দিই;
কবি তুমি সময় মাশুল
তোমাকে অজান্তে কাছে নিই।


বছর থেকে বছর আসে
আমার খাতায় আঁকিবুকি;
পরিণত শতাব্দীর পাশে
কবিতায় পৃথিবীর উঁকি।
      --------