সুরের মালায় ভেসে আজ
গাও প্রভাত বেলার গান;
কতই ভাবনা গাঁথা সাজ
তোমার মাঝেই অনুমান।


চেয়ে চেয়ে নিত্য বসে থাকা
শুনতে তব মধু সংগীত;
আহ্বানেতে এসে শুধু ডাকা
অনুভব মনে হারজিত।


তোমার দৃষ্টি মাঝে আকাশ
সুরের দোলায় আজি ভাসে;
তোমাতেই বসন্ত বাতাস
নিজগুণে ভাসো বিলাসে।


দুলায়েছ হাত মহিমায়
মাঝে মাঝে উঠেছ যে নেচে
নজর গেছে ও মালিকায়
তোমার সুরে থাকিব বেঁচে।
         --------