তুমি চলে যেও খুশিমতো অচেনায়-
সব পথ ভুলে কীভাবে বোঝাবে দ্রুত!
প্রত্যাশিত ফল একটি গাছের কাছে
তথাপি নীরব কৃপণতা অবিরত।


নবীন বালক জেনে গেছে সব কিছু
জটিলতা আজ উলকাটা পথ বেয়ে-
প্রজাপতি ছোটে মেয়েদের পার্লারে
সূত্র খুঁজেছি গল্পের আবছায়ে।


অনুরোধে নদী গতিপথ পাল্টায়!
উপকূল ভাঙে শহিদ বিসর্জনে;
সংবাদ আঁকি রাজপথ বিছানায়
জলের কান্না তুলে রেখো যতনে।