আপন মনে সাজালে তোমার পূজার
ঘর; সব কিছু সাথে নিয়ে একা একা
নিশিরাতখানি জাগি! জীবন সৃজার
মনে মনে কত কথা মহিমায় দেখা-
কত তার উপচার, কত তার বাণী;
সব কিছু দেখা হয় আপনার গীতে-
সাজালে দেবীর ছবি মন কাছে আনি!
পরেছে মনেতে কথা আজ বিপরীতে।


রাত হয় শেষ, আসে নব ভোরবেলা-
নতুন রাতের মাঝে সব আঁকা থাকে,
দুয়ারে স্বপন আসে আনিবার খেলা
হঠাৎ দেবীর পথে বুঝি কেউ ডাকে!
সব আশীর্বাদ লিখে তুমি হও ধন্য;
আমার পথের পরে আমি যে নগণ্য।
          -------