আপন মনেতে আজ দিয়েছ আমার দেহে সবুজের ছোঁয়া-
দিয়েছ নবীন সাড়া আমার প্রাণের মাঝে তোমার ইচ্ছায়;
চেয়েছ আমার পানে চিরদিন চেনাসুরে সুর মহিমায়
দুজনায় পাশাপাশি কত হাসি হৃদমাঝে আমি পুণ্যতোয়া।
তোমার শীতল মন পরিমিত অবেলায় দিলে লজ্জাহাসি-
আমাকে দেখেছ আজ আপনার মতো করে চির যে লগন!
হাতখানি বাড়িয়েছ, চোখে সুর মাখিয়াছ আজ ভালোবাসি;
মনের আঙিনা ঘরে লেখা থাক চিরদিন তোমাতে মগন।


উঠিবার কাল এল, সরাতে হবে যে চোখ, দূর হল সুখ
তোমার চোখের ডাক ফেলে আসি দূর থেকে মনে শুধু ভাসে-
তোমার শরীরে ছিল মোহময় মোহকথা বুঝি ঠিকঠিক
তোমার গোপন দেহে কত সুর তোলা আছে মায়া ভরা বুক;
সারাদিন কেটে গেছে সকালরজনি সাথে মনে শুধু আসে
বারবার চেয়ে দেখি সুমধুর সেই তান প্রেম পদাতিক।
                   ------