বৃষ্টিরানি, তোমার নামে আঁচল পেতে রাখি
মনের ঘরে একলা সময় তাইত তোমায় ডাকি;
দিবানিশি কাছেই থাকো ভুলতে পারি না
তোমার কথা সকল জানি, কিছুই ভুলি না।


বৃষ্টিরানি তোমার ঘরে দুপুর গড়ায় রাত-
তোমার ছাদে শুঁকায় কাপড় স্বপ্ন প্রণিপাত;
লাল শাড়িতে সোফায় বসে তুলে দু'খান পা
আপন মনে সোহাগ সুরে বলতে থামো না।


দূরের পথে জানলা দিয়ে সময় বয়ে যায়-
আজকে তোমার মন হেঁটেছে হৃদয় জোছনায়;
তোমার কথা ভাবছি বসে আমার কাব্যঘরে
তুমি আমার বন্ধু হলে অনেক দিনের পরে।


বৃষ্টিরানি কী আর আছে জীবনেতে বাকি!
আমরা দুজন দুজনাতে ভালোয় ভালোয় থাকি;
তুমিই থেকো সুরের মাঝে ছন্দ কবিতায়-
বন্ধু হয়ে থেকো তুমি আপন মহিমায়।
             --------