গীতিকার, সুরকার, গায়ক আরমান আলিফ -এর 'অপরাধী' ('মাইয়া ও মাইয়ারে') গানের এক কাল্পনিক উত্তর আমার কলমে।
-----------------------------------------------------------
অপরাধী নই
ড. সুজিতকুমার বিশ্বাস
-----------------------------------------------------------
সকল সময় তোর কথাটি মনেই রেখেছি,
আমি আপন মনে তোকেই আমি ভালোবেসেছি।
তোর স্বপ্ন চোখের সেই যে হাসি আপন করেছি
এখন আমি কেঁদেই চলি, তোকেই ভুলেছি।


ওরে অবুঝ কালের এমন কথা আগে বুঝি নাই-
তুই আমার মনে মিশে আছিস গোপন সীমানায়।
আজ বাড়ির মাঝে বন্দি আমি বার হতে না পাই
ওরে বাবা আমার সাদি দিবে অন্য ঠিকানায়।


প্রিয় ও প্রিয় রে আমি অপরাধী নই রে!
তোর সেই সেদিনের ভালোবাসা ভুলতে পারিনে।
তোর অনুভূতি মিশে আছে আমার চোখের 'পরে-
আজ আমি তো নই অপরাধী ক্ষমা করে দে।


আজও তোকে দাঁড়িয়ে দেখি ঝুল বারান্দায়-
তুই গিটার হাতে সুর তুলিস আমার অপেক্ষায়।
আমি রাতের পরে রাত জাগিয়া স্বপ্ন দেখে যাই
তোর হাত ধরে কখন যেন পালায় সীমানায়।


আমি বাবার ঘরে বড়ো হলাম মায়ের আদরে-
ভালোবাসা কেমন জিনিস তুই বুঝালি রে।
এখন কে যে এসে আঁধার ঘরে আমাকে শোনায়
অন্য জন্মে তোর সাথেতে হবে পরিচয়।


প্রিয় ও প্রিয় রে আমি অপরাধী নই রে!
তোর সেই সেদিনের ভালোবাসা ভুলতে পারিনে।
তোর অনুভূতি মিশে আছে আমার চোখের পরে-
আজ আমি তো নই অপরাধী ক্ষমা করে দে।


আমার নামের পাশে সবুজবাতি আর তো দেখিস না
আমি কত কষ্টে আছি খবর তো নিস না!
নানান কথা ভেবে এখন রাত যে কেটে যায়-
আঁখির জলে ভিজি আমি আমার বিছানায়।


আমি তো আজ একলা ঘরে ভালো নাই রে
অন্য সাথি নিয়ে তুই সুখী থাকিস রে।
এখন কে যে এসে আঁধার ঘরে আমাকে শোনায়
অন্য জন্মে তোর সাথেতে হবে পরিচয়।


প্রিয় ও প্রিয় রে আমি অপরাধী নই রে!
তোর সেই সেদিনের ভালোবাসা ভুলতে পারিনে।
তোর অনুভূতি মিশে আছে আমার চোখের পরে-
আজ আমি তো নই অপরাধী ক্ষমা করে দে।
              -------