তোমার চুলের গোছা ভিজে গেছে অগোচরে আষাঢ়ের প্রথম বাদলে-
চারিদিকে ঘনমেঘ, ঘনঘোর নীরবতা, যেন তোমার চুলের রঙে;
নবীনমুরতি মুখে আষাঢ়বাদল ঝরে দেখে গেছি আপন আদলে।


তোমার হাতের ছোঁয়া অবিরত সেই চুলে মোহময় তারা দলে দলে-
দেখেছি বরষা রূপ, দেখেছি মেঘের ছবি, তোমাকেও দেখেছি সে ঢঙ্গে।
তোমার চুলের গোছা ভিজে গেছে অগোচরে আষাঢ়ের প্রথম বাদলে।


তোমার কুসুম মুখে নবঘন খেলা করে আষাঢ় ডাকিছে শতদলে;
বারেবারে চোখ গেছে তোমার মুখের পরে চিরদিনের চেনা সে সঙে।
নবীন মুরতি মুখে আষাঢ় বাদল ঝরে দেখে গেছি আপন আদলে।


বসনে পড়েছে জল, মেতেছ আকাশপানে, জল মেশে তোমার কাজলে-
কত খেলা করে গেছ নবীনবরষা সাথে রূপের আদলখানি ভেঙে।
তোমার চুলের গোছা ভিজে গেছে অগোচরে আষাঢ়ের প্রথম বাদলে।


দেখেছি তোমাকে চেয়ে শতরূপে ওই ঠোঁটে হৃদয় যে বেজেছে মাদলে!
ধরিতে বদনখানি, স্পর্শিতে চুলের গোছা এই মনে বড়োসাধ জাগে;
নবীন মুরতি মুখে আষাঢ় বাদল ঝরে দেখে গেছি আপন আদলে।


ভেজাচুল মুছে গেছ, ভেজাঠোঁট মুছিয়াছ, জল মোছো তোমার আঁচলে-
বাদল বাতাস লেগে ভিজায়েছ কণ্ঠমালা- মুখখানি দেখি নানা রঙে!
তোমার চুলের গোছা ভিজে গেছে অগোচরে আষাঢ়ের প্রথম বাদলে-
নবীন মুরতি মুখে আষাঢ় বাদল ঝরে দেখে গেছি আপন আদলে।
                       ---------
# ভিলানেল।