আসরের কবি ১৪


৭৯) তমাল ব্যানার্জি
কবি 'তমাল ব্যানার্জি' আসরেতে এসে-
ভালোবেসে কবিতায় কাব্যপ্রেমে ভেসে।
সহ প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত;
নীরব কলমে লেখা 'রাজার রাজত্ব'।
গণতন্ত্র দেখে তিনি দুঃখ পান মনে!
একশ' কবিতা তার এই কয়দিনে।


৮০) বিভূতি দাস
আসরের প্রিয় কবি সে বিভূতি দাস
ছ' বছর ধরে আজ আসরে প্রকাশ।
সোনারপুরে বসতি, অবসরপ্রাপ্ত;
সৃষ্টিশীল কর্মপথে আগ্রহ আপ্লুত।
আঁকিবুকি চেষ্টা আজ আজন্ম তালিমে-
নয় শ' কবিতা লেখা আজ যে কলমে।


৮১) আনিছুর রহমান
গাইবান্ধা জন্ম তার, ঢাকা বাংলাদেশ;
আনিছুর রহমান আসরে প্রবেশ।
কবিতায় লিখেছেন দীর্ঘ 'মিসাইল'
'শিশুতোষ' ছড়াতেও দেখালেন মিল।
আট শ' কবিতা তার পাঁচ বছরেতে
প্রাসঙ্গিক কবিতায় মেশে কাব্যস্রোতে।


৮২) মধুমঙ্গল সিনহা
কবিতা আসর সাথে আছেন 'তারুণ্যে'
'মধুমঙ্গল সিনহা' কবিতা অরণ্যে।
শিক্ষকতা পেশা তার, বাড়ি ত্রিপুরায়;
চার শ' কবিতা হেথা বড়ো শোভাময়।
তিন বোনের এক ভাই, কবিপত্নী সীতা
দুই কন্যা নিয়ে সুখী মধু, মধুমিতা।


৮৩) পারমিতা ৫৮
আসরেতে 'পারমিতা' 'অনুরাধা' নামে
'অনুভবে' 'লুকোচুরি' লেখা ছিল খামে।
কবিতা আসর পেয়ে করেছে প্রকাশ-
কবিতায় ভালোবাসা আশ্বাস প্রশ্বাস
চার শ' কবিতা তার কাব্যশ্রী কণিকা
'তোমার জন্য বকুল' 'প্রতিবিম্ব' লেখা।


৮৪) এম ডি সবুজ
পাঠক মনেতে তুমি সবুজ হৃদয়
গ্রাম্যরূপ কবিতাতে পাই পরিচয়।
মাতা পেয়েরা বেগম, বাবা মুক্তিযোদ্ধা
সৃজনশীল লেখায় হাতেখড়ি বোদ্ধা।
লিখেছে অনেক কিছু সমাজের পক্ষ;
বাস্তবের লেখাতেই আজ মূল লক্ষ্য।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১৩' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৭৮ জন কবি বিষয়ে প্রকাশিত