আসরের কবি ১৫


৮৫) যাদব চৌধুরি
কবিতা আসরে প্রিয় 'যাদব চৌধুরি'
আলোচনা পাতাতেও তার নেই জুড়ি।
'ষাট সালে জন্ম তার মালদা' জেলাতে-
আজকে শিক্ষক প্রিয় তিনি ইংরাজিতে।
সাহিত্যজগতে তার সহজ চলন;
প্রকাশের পথে তার কাব্য সংকলন।


৮৬) মো. জাহিদ হাসান
বাংলা আসরে এসে 'জাহিদ হাসান'
কবিতা আলোচনায় হৃদয় মাতান।
দেড় শ' কবিতা সাথে 'বেদনার্ত মন';
'গীতিকাব্য' লিখে তিনি অতি প্রিয়জন।
লেখেন 'লেডিস ফার্স্ট' আর 'অণুকাব্য'
'মধুমাসে মধুফল' 'নতুনের স্বপ্ন'।


৮৭) তানভীর কালাম আজীমি
পাঁচ বর্ষ আসরেতে তানভীর কালাম
কবিতা আসর মাঝে তাহাকে সেলাম।
হাঁটি হাঁটি পা পা করে- বাস্তবতা পথ
অসহায় দুঃখী মায়ে কোলেতে শপথ।
এথেন্স শহরে আজ  স্থায়ী বসবাস
ছয় শ' কবিতা সাথে কাব্যশ্রী প্রকাশ।


৮৮) জয় ভাদুড়ি
চার বছর আসরে শ্রী 'জয় ভাদুড়ি'
বাংলা সিনেমার আজ তিনিই কাণ্ডারী।
বালুরঘাটে জন্ম তার, আজ কলকাতা;
তিন শ' কবিতা লিখে মাতালেন পাতা।
সাময়িক বিষয়েতে তার চলাচল
'একমুঠো বিষ' সাথে 'কৌমার্জের জল'।


৮৯) জয়শ্রী কর
সেবাধর্ম ব্রত যার, সে 'জয়শ্রী কর'!
কবিতা আসরে তিনি প্রিয় কারিগর।
সুদক্ষ ভাবনা-চিন্তা নানা বিষয়েতে
লিখে যান সব কিছু 'পঞ্চকলি' স্রোতে।
সকল কাজের মাঝে তিনি পারদর্শী
'নীল আকাশের কোলে' ভোরের বাঁশি।


৯০) নীল অভিজিৎ
'শ্রীনিবাস কবি' তুমি 'নীল অভিজিৎ'
তোমার কবিতা মাঝে আছে সুর-গীত।
তিন বছর আসরে দু শ' কবিতায়
প্রোফাইল শূন্য তার তথ্য 'জানা নাই'।
'প্রণম্য পৃথিবী' মাঝে তার 'অনুভব'
'শুধু শুধু' 'অস্তাচলে' 'কবিতা' 'শপথ'।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১৪' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৮৪ জন কবি বিষয়ে প্রকাশিত