আসরের কবি ১৭


(৯৭) চারু মান্নান
পাঁচ বছর আসরে ছন্দ ছ শ' খান;
আসরের প্রিয় আজ, সে 'চারু মান্নান'।
নাটোরেতে জন্ম তার, আজকে ঢাকায়;
চাকুরির পাশাপাশি বাস কবিতায়।
সদা হাসি লেগে আছে মুখখানি পানে-
'জলভরা মেঘ' তার জোছনার গানে।


(৯৮) আলমগীর সরকার লিটন
'আলমগীর লিটন' কবি সরকার
কবিতায় আজ বুঝি পরিচয় তার।
ছয় শ' কবিতা তার পাঁচ বছরেতে-
অনেক লেখনী তার কবিতার স্রোতে।
'মেঠোপথে ধূলিকণা' তার কাব্যসাথি
নানা পথে লিখে যান জেগে দিন রাতি।


(৯৯) খসা হক
একশ' কবিতা লিখে আর নেই দেখা!
প্রিয় কবি 'খসা হক' কবিতায় লেখা।
'খন্দকার সাইফুল' সংক্ষেপে 'খসা'
যশোরেতে জন্ম তার, অস্ট্রেলিয়া বাসা।
সেই শেষ লেখা তার পাঁচ মাস আগে
আবার আসুন কবি কাব্য অনুরাগে।


(১০০) সুবীর সেনগুপ্ত
হে 'সুবীর সেনগুপ্ত' আছেন আসরে,
কবিতা লেখেন আজ অবসর তরে।
আলিপুরদ্বারে জন্ম, আজকে মুম্বাই;
লেখা আছে তার সব, কোনো ছবি নাই।
জীবন পথের কথা তার লেখনীতে
'শুধু ভালোবাসা চাই' তার কাব্যস্রোতে।


(১০১) সঞ্চারিণী
কবিতা ভুবনে তুমি ওগো বিদেশিনী!
আসরপ্রিয়তি তুমি প্রিয় সঞ্চারিণী।
একাধারে কবি তুমি ও আবৃত্তিকার
'নির্মেঘ বৃষ্টি' তোমার কাব্য উপহার
ব্যক্তিগত জীবনেতে তুমি স্নেহময়ী
কবিতার আসরেতে আজ তুমি জয়ী।


(১০২) শ্রীতরুণ গিরি
আসরে চারটি বর্ষ শ্রীতরুণ গিরি
চারশত কবিতাতেই প্রেম ঝিরিঝিরি।
'আদরের কথাগুলি' লেখো অনায়াসে
'নদীকে আপন করে' প্রেম ভালোবেসে।
'চুম্বনের ঠিক আগে' 'জীবনের স্বাদ'
কবিতার মাঝে দেখি বাস্তব বিবাদ।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১৬' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ৯৬ জন কবি বিষয়ে প্রকাশিত