আসরের কবি ১৮


(১০৩) ফারহাত আহমেদ
'ফারহাত আহমেদ' কবিতা পাতায়
দু' বছর ধরে তিনি মুগ্ধ কবিতায়।
আটটি কবিতা গ্রন্থ আজ প্রকাশিত
পাঠকের মাঝে তিনি বড়ই আদৃত।
সাত শ' কবিতা তার এই আসরেতে-
প্রতিদিন লিখে যান জীবনের স্রোতে।


(১০৪) সঞ্জয়কুমার মুখোপাধ্যায়
'সঞ্জয় মুখোপাধ্যায়' আসরের কবি
কবিতায় অনুরাগী, সাথে প্রিয় ছবি।
ছ' বছর হয়ে গেছে এই আসরেতে
নানাকথা লিখে যান পত্র-পত্রিকাতে।
কলকাতা বাড়ি তার চাকুরি পেশায়;
মাঝে মাঝে 'লিমেরিক' কবিতা ভাষায়।


(১০৫) ইয়ামিন বসুনিয়া
'ইয়ামিন বসুনিয়া' আসরে নূতন
পাঁচমাস আসরেতে কাব্যে সনাতন।
পেশায় সৈনিক তিনি দূর দূর দেশে
দীর্ঘ জীবনের পথে প্রেম ভালোবেসে।
'বিসর্জন' 'ভুলস্বপ্ন' পথে 'নবনীতা'
বন্দুকটি কাঁধে নিয়ে কবিতার মিতা।


(১০৬) অনন্ত গোস্বামী
কলকাতা জন্ম তার 'অনন্ত গোস্বামী'
নিবিড় সাহিত্য মাঝে তিনি অন্তর্যামী।
তিন বছর আসরে, শত কবিতায়;
আসরে কবিতা লেখে, নানা পত্রিকায়।
প্রকাশিত বই তার 'বিষণ্ণবসন্ত'
'গোড়ায় গলদ' থাকে তবুও 'অনন্ত'।


(১০৭) শম্পা ঘোষ
আসরেতে হাসিখুশি কবি 'শম্পা ঘোষ'
কবিতা না পড়িলে যে মনে আপসোস।
মার্কিন মুলুকে মন, বাস কবিতায়;
এক বর্ষ পূর্ণ হল আসর পাতায়।
'কবিতা একটি মন' 'প্রেমই বসন্ত'
সাময়িক কথাতেই কবিতা সতত।


(১০৮) সোহাগ আহমেদ
'সোহাগ আহমেদ' তুমি 'কবি চাঁছাছোলা'
কবিতা জীবন তার কবিতায় দোলা।
দিনাজপুরেতে জন্ম, আজকে ঢাকায়;
কবিতার পাশাপাশি মন ব্যবসায়।
ষাটটি কবিতা তার আজ দুইমাসে
'ব্যর্থতার মিথ্যাচার' 'অণুকাব্য' পাশে।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১৭' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ১০২ জন কবি বিষয়ে প্রকাশিত