আসরের কবি ১৯


(১০৯) সৈকত পাল
হে কবি 'সৈকত পাল' 'নীরবদুপুর'
তোমার কবিতা সাথে আসর ভরপুর।
পাঁচবর্ষ হতে গেল কবিতায় বাস;
আটশত কবিতায় মহিমা প্রকাশ।
'অনুভবে তুমি' আছে 'রিখটার স্কেল'
তোমার কবিতা যেন আজ শক্তিশেল।


(১১০) সরকার মুনীর
আসরের মধ্যকবি 'সরকার মুনীর'
মানবিক কাব্যসাথে বাঁধে সুখনীড়।
লালমাটি জন্ম তার পেশা 'জানা নেই'
পাঁচবর্ষ পাঁচ মাস এ আসরেতেই।
তিনশত কবিতায় 'ভারি ভাবনারা'
'বেদনার বিশ্বায়ন' কবিতার ধারা।


(১১১) এম ওয়াসিক আলি
'ওয়াসিক আলি' আজ ভবঘুরে পথে-
অবশেষে এসেছেন কবিতার রথে।
কবির জনমভূমি বীরভূম জেলা
এমসিএ পাশ করে আজ 'ধারচুলা'
দু' বছর হতে গেল চারশ' কবিতায়
'সময়ের অভিশাপে' দেয় 'পরিচয়'।


(১১২)  অরূপ গোস্বামী
পাঁচবর্ষ আসরেতে 'অরূপ গোস্বামী'
পুরুলিয়া জন্ম তার খড়গপুরগামী
কবির পরান মাঝে আঞ্চলিকভাষা
তার কবিতায় মিশে সমাজসমস্যা।
চারশ' কবিতা মাঝে 'পইদ্দপরব'
কবি তুমি প্রিয়জন আসরগরব।


(১১৩) নাজমুন নাহার
ওগো প্রিয়কবি তুমি নাজমুন নাহার
কবিতায় শতরূপে কত যে বাহার!
কুমিল্লাতে জন্ম তার, চট্টগ্রামে আজ;
'বালিহাঁস' 'রূপান্তর' 'দেবলীনা' সাজ।
পাঁচ বছরেতে আজ চার শ' কবিতা
উপ প্রিন্সিপাল রূপে কবিতার মিতা।


(১১৪) জে আর এ্যাগ্নেস
আসরের কবিতায় জে আর এ্যাগ্নেস
সবাই যে ধন্য বলে, বলে- বেশ বেশ!
'পড়ন্ত বিকেল' সাথে লেখে স্বপ্ননীড়
'বিপদের ঘনঘটা' আপনেতে ধীর।
ষাড়েতিন বর্ষ হল ও 'বিহঙ্গ মন'
'এই আজব দুনিয়া' আবেগের ধন।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ১৯' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা (১ম পর্ব)' কবিতায় আগেই ১০৮ জন কবি বিষয়ে প্রকাশিত