আসরের কবি ২১


(১২১) মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরি
কবিতা আসরে প্রিয় 'আসাদুজ্জামান'
পঁচাত্তর কবিতায় প্রতিভা দেখান।
দিনাজপুরে জন্ম তার, আজ গাজিপুরে;
কলেজের অধ্যাপক কবিতার সুরে।
'দুর্লভস্বপ্ন' মাঝেতে 'সমর্পিত মন'
'জীবনের জলছবি' কবিতা এখন।


(১২২) সুমন
সৌখিন লিখিয়ে কবি তুমি যে 'সুমন'
পছন্দ সাহিত্য আর বিজ্ঞান, দর্শন।
বাংলাদেশের কবি আসরের মাঝে-
তোমার কবিতা সব হৃদয়েতে বাজে।
পাঁচবর্ষ ছয়মাস তুমি কবিতায়
তোমার ভাবনা দেখি কবিতা কথায়।


(১২৩) ইবনে মিজান
আসরে নতুন কবি 'ইবনে মিজান'
বারোমাস ধরে তিনি কবিতা সাজান।
হাতিবান্ধা জন্ম তার, পেশায় চাকুরি;
দেড়শত কবিতায় দেখি জারিজুরি।
'বিশ্বকাপ ফুটবল' 'চিরঞ্জীব' 'নারী'
'হাভাতের স্বাধীনতা' ভীষণ বাহারি


(১২৪)  সমীর প্রামাণিক
আসরে বলিষ্ঠ কবি 'সমীর প্রামাণিক'
কবিতা আসরে আজ কাব্যকরণিক
দেড় বছর আসরে 'অম্বরীষ' নামে
দুইশত কবিতায় এই ধরাধামে।
'শিরোপা' 'আশার আলো' 'বর্ণচোরা' মন
'আলোক বর্তিকা' মাঝে পাই দরশন।


(১২৫)  মায়িশা তাসনিম ইসলাম
'মায়িশা তাসনিম' তুমি আসরের প্রিয়
প্রতিটি কবিতা তার যুগ যুগ জিও।
চলিতেছে পড়াশোনা, পাশাপাশি লেখা;
এক বছর আসরে পাই তার দেখা।
'অসমীভবন' মাঝে 'অন্য কক্ষপথ'
'অব্যক্ত অবগাহন' কবিতার রথ।


(১২৬) এম কে চৌধুরি রানা
বাংলা আসরে এম কে চৌধুরি রানা
কবিতার এ আসরে লেখে একটানা।
তিনশত কবিতা যে দেড় বছরেতে
লিখে যান কাব্যকথা ব্যবসার সাথে।
'শুধু আমার ভাবনা' 'ভিখারি' 'দুয়ারে'
'বিধি কারো বাম নয়' লিখেছে বাহারে।


** চলবে। প্রতি সোমবার/মঙ্গলবার।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ২০' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা ১ম ও ২য় পর্ব' কবিতায় পূর্বেই ১২০ জন কবি বিষয়ে প্রকাশিত