আসরের কবি ২৩


(১৩৩)  আহমদ সা-জিদ (উদাস কবি)
আসরে 'উদাস কবি' 'আহমদ সা-জিদ'
ছ' বছর আসরেতে রচেছেন ভিত।
বারো শ' কবিতা তার আসরে প্রকাশ-
গাজিপুরে জন্ম হয়, রোমে বসবাস।
'ধূমকেতু' কাব্য সাথে 'মহা পাঠশালা'
'অলীক দর্শন' তার নয় ছেলেখেলা।


(১৩৪) সুদীপকুমার ঘোষ
'সুদীপকুমার ঘোষ'  ও- 'চোখের বালি'
কলিকাতা বাস তার, কবিতা পাঁচালি-
বিভিন্ন বিষয় নিয়ে তার লেখালেখি
নিজস্ব সাইট মাঝে আছে সাময়িকী
তিনশ' কবিতা তার আজকে আসরে
'অসমাপ্ত চিরকূট' কবিতার তরে।


(১৩৫) আশিকুর রহমান
'আশিকুর রহমান' আসরের কবি
পাঁচ-বর্ষ ধরে তিনি এঁকেছেন ছবি।
ভালুকাতে জন্ম তার আজ বারিধারা
চাকরির সাথে সাথে কবিতায় ছড়া।
'সুধামুখী সে মেয়েটি' ও 'খেয়ালী প্রেম'
এসো কবি আসরেতে মনে রাখিলেম।


(১৩৬)  রঞ্জন গিরি
আসরে  'রঞ্জন গিরি' পেশা চিকিৎসক
বারোমাস ধরে তিনি আসরে লেখক।
নন্দীগ্রাম জন্ম তার, পূর্ব মেদনীপুরে;
চারশ' কবিতা তার কবিতা আসরে।
'তুমি শত গুণে গুণী' 'দান ও দক্ষিণা'
'মধুরাত একবার' আরতো আসেনা।


(১৩৭) মনোয়ারা কুমু
একবছর দু' মাস  কুমু মনোয়ারা
কবিতায় সুর তার কবিতায় হারা।
'জীবনের মানচিত্র' তোমার শহর
'থেমে যাবে কলরব' প্রিয় সে উত্তর
সত্তরটি কবিতায় তুমি হাসিখুশি
কবিতা আসর সাথে তাই ভালোবাসি।


(১৩৮)  কবি চাঁছাছোলা
'কবি চাঁছাছোলা' তুমি আসরে নবীন
সত্তর কবিতা মাঝে প্রিয় অমলিন।
দিনাজপুরে জন্ম তার আজকে ঢাকায়;
কবিতার পাশাপাশি মন ব্যবসায়
'ব্যর্থতার মিথ্যাচার' 'আমি নই কবি'
'অণুকাব্য' 'লিমেরিক' এঁকে যান ছবি।


** 'আসরের কবি ২৪' আগামীকাল।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ২২' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা ১ম ও ২য় পর্ব' কবিতায় পূর্বেই ১৩২ জন কবি বিষয়ে প্রকাশিত।