আসরের কবি ২৪


(১৩৯)  সরদার আরিফ উদ্দিন
কবি 'সরদার আরিফ' প্রিয় সবাকার
কবিতা আসরে তিনি মহৎ-উদার।
নারায়ণগঞ্জে জন্ম উন্নয়নকর্মী
কবিতা সকল তার মানবতাধর্মী।
'সীমানা পেরিয়ে’ থেকে আজ ‘অবক্ষয়’
এক বছর আসরে, তিনশ' কবিতায়।


(১৪০) সাবলীল মনীর
আসরে প্রবীণ তুমি 'সাবলীল মনীর'
হাজার কবিতা সাথে কাব্যসখা বীর।
আসরেতে প্রিয় তুমি সকলের কাছে
তোমার কবিতা মাঝে ‘বাবা বসে আছে’।
মন্তব্যের শিরোমণি তোমার কবিতা
‘হঠাৎ বৃষ্টির পর’ কবিতার কথা।


(১৪১) রুহুল আমীন
বাংলা কবিতা মাঝে 'রুহুল আমীন'
কবিতায় এনেছেন নবাগত দিন।
মাগুরা জেলায় জন্ম চিত্রা নদীকূলে
শৈশব কেটেছে তার হাসিকথা ফুলে
কবিতার পাশাপাশি লেখা উপন্যাস
নানান প্রতিভা সাথে কবিতায় বাস।


(১৪২)  দীপককুমার বেরা
'দীপককুমার বেরা' আসরেতে আজ
কবিতার মাঝে দেখি নব নব সাজ।
পেশায় চাকুরি তার, বাস কলকাতা;
ছাত্র জীবন থেকেই বাংলা কবিতা।
মনের আবেগ সাথে কবিতা লেখনী
আটত্রিশ কবিতায় ‘ইলিশ কাহিনি’।


(১৪৩) ডলি পারভিন
বাংলা কবিতা মাঝে 'ডলি পারভিন'
নিয়মিত লিখে যান আজ প্রতিদিন।
বই পড়া, গল্প সাথি, শখ লেখালেখি
এক বছর আসরে আজ তাকে দেখি।
আড়াইশ’ কবিতা তার 'পূর্ণতার খোঁজে’
কাব্য ‘কথোপকথন’ লেখনীতে বাজে।


(১৪৪)  অমিতাভ শূর
আসরে কবিতা লেখে 'অমিতাভ শূর'
প্রোফাইল শূন্য তার, তথ্য বহুদূর
চার বর্ষ আসরেতে নিয়মিত আজ
পাঁচশ' কবিতা মাঝে কাব্যমেলা সাজ।
‘আদরের ডাকনাম’ ‘জীবন চিত্তির’
কবিতায় তিনি আজ প্রিয় প্রিয়তির।


**  পরবর্তী এবং আপাতত শেষ অংশ আগামীকাল।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ২৩' এবং 'কবিতা আসরের ৬০ জন কবিকে নিয়ে কবিতা ১ম ও ২য় পর্ব' কবিতায় পূর্বেই ১৩৮ জন কবি বিষয়ে প্রকাশিত।