আসরের কবি ৫


(২৫) পল্লব আশফাক
কবি, কবিতার পথে ঘোরালেন বাঁক
আসরের শিরোমণি 'পল্লব আশফাক'।
এই সাইটখানির তিনিই জনক;
কবিতাকে ভালোবেসে আজিকে রক্ষক!
'রাঙামাটি' জন্ম তার আজ ফ্লোরিডায়-
সুন্দর আসরখানি কুশল ইচ্ছায়।
'শতরূপে ভালোবাসা' আর 'স্বপ্নপাখি'
সেই সূত্র পথে আজ চলে লেখালেখি।
বেড়েছে আসর আজ বাড়ে প্রতিদিন-
সুস্থ সমাধান করে প্রিয় এডমিন।
নানান কাজের মাঝে সময় যে কম;
একমাত্র ব্রত তার আসর সম্ভ্রম!


(২৬) শিমুল শুভ্র (উদ্যমী কবি)
আসরে 'উদ্যমী কবি' হে 'শিমুলশুভ্র'
কাব্যিকতা চর্চাতেই তুমি পুষ্পঅভ্র।
নোয়াখালি জন্ম তব, আজ আবুধাবি;
সাহিত্যের আকর্ষণ লেখালেখি সবই।
পাঁচ বর্ষ তিন মাসে পাঁচ শ' কবিতা
'দুই মোহনায় আমি' প্রিয় কাব্যিকতা।


(২৭) মোঃ আরিফ হোসেন সর্দার
কবিতা লেখে 'সর্দার আরিফ হোসেন'
পেশা তার কবি-নেতা অনেক বোঝেন।
বাংলাদেশের কবি চাঁদপুরে বাস
এই আসরেতে আজ দু বছর মাস।
প্রেম ভালোবাসা আর সেই দিনগুলি
ক্যানভাসে কাব্য লেখে সাথে রং তুলি।


(২৮) মনোজ ভৌমিক
'দুর্নিবার কবি' তিনি 'মনোজ ভৌমিক'
কবিতায় কথা আছে ভাষা ঠিক ঠিক।
প্রতিবাদ কবিতায় সময় চিন্তন-
নতুন দিনের সাথি আর বিবর্তন।
দাসপুরে জন্ম তার, থাকে বরোদায়
মন্তব্য দিয়ে থাকেন অন্য কবিতায়।


(২৯) আফরিনা নাজনীন মিলি
আসরের মিলি দিদি 'আফরিনা নাজনীন'
আসরকে ভালোবাসে লেখে প্রতিদিন।
দুই কন্যার জননী সক্রিয় সেবক;
বাসা, পেশা, কোয়ান্ট্রাম, জীবনে লেখক।
সেবা ধর্ম লেখা কর্ম মানুষের কাছে;
সাড়ে পাঁচ শ' কবিতা আসরেতে আছে।


(৩০) মোনায়েম সাহিত্য
সাহিত্য পথেতে আজ তিনি 'মোনায়েম'
'চিন্ময় কবি' রূপেতে আসরে পেলেম।
ইংরাজি সাহিত্যের তিনি গবেষক-
নানা গ্রন্থ প্রকাশিত, হয়েছে লেখক।
'কথা অমৃত' এখন প্রতিদিনে লেখা-
পাঁচ শ' সত্তর মাঝে পাই তার দেখা।


** চলবে, তবে নিয়মিত নয়।


'আসরের কবি ১', 'আসরের কবি ২', 'আসরের কবি ৩', 'আসরের কবি ৪' - এ আগেই ২৪ জন কবি বিষয়ে প্রকাশিত