আসরের কবি ৭


(৩৭) অনুপ মজুমদার
'অনুপ মজুমদার' আসরেতে দক্ষ
সময়ের কাব্যচর্চা, তার প্রতি লক্ষ।
গণিতের অধ্যাপক আজ অবসরে-
দু' বছর হল তিনি কবিতা আসরে।
কবিতার পাশাপাশি চলে আলোচনা;
আসরের গুণমানে তিনি একজনা।


(৩৮) সুদীপ্ত বিশ্বাস
ছন্দ মেনে লিখে যান 'সুদীপ্ত বিশ্বাস'
নানাবিধ পত্রিকাতে তার বসবাস।
কবিতা যে প্রকাশিত নানা পত্রিকায়-
রানাঘাটে জন্মস্থান, থাকে নদিয়ায়।
কবিতার পাশাপাশি ছন্দ-আলোচনা;
চার বছর আটমাসে কবিতায় সোনা।


(৩৯) জসীমউদ্দীন মুহম্মদ
আসরের 'বোদ্ধাকবি' 'জসীমউদ্দিন'
'মুহম্মদ' পদবিতে আছে বহুদিন।
পরিচয়- কবি, তিনি কথাসাহিত্যিক;
বারো শ' কবিতা তার আছে ঠিক ঠিক।
নানা বিষয়েতে আছে কবিতা যে তার-
কত গান গেয়েছেন 'জল পিপাসা'র।


(৪০) গৌরাঙ্গসুন্দর পাত্র
'গৌরাঙ্গসুন্দর পাত্র' প্রিয় তার মন,
আসরের পরিচিত তিনি একজন।
সাড়ে তিন বর্ষ হল আসরে আছেন;
নীরবেতে প্রায়শই কবিতা লেখেন।
মাঝে মাঝে কবিতায় আসরের সেরা
জীবন মৃত্যুর মাঝে কাব্যপ্রেম ঘেরা।


(৪১) ড. শাহানারা মশিউর
'শাহানারা মশিউর' আসরের কবি
নিভৃতে লিখে রাখেন মহাকাশ ছবি।
চাঁদপুরে জন্ম তার, আজ অস্ট্রেলিয়া
গবেষক বিজ্ঞানী সে ভাবিয়া ভাবিয়া।
বারোমাস হতে গেল আসরেতে বাস
বাষট্টি কবিতা তার আসরে প্রকাশ।


(৪২) তরুণকান্তি
আসরে 'তরুণকান্তি' কবিতার প্রাণ
আসরে প্রবেশ করে প্রতিভা দেখান।
একমাসে সেরা কবি কবিতা আসরে;
কবিতায় ভাষা আছে কথা দৃঢ় স্বরে।
প্রোফাইলে তথ্য নেই সবই অজানা
প্রিয় কবি করে দিন, কিছু সম্পাদনা।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ৬' - কবিতায় আগেই ৩৬ জন কবি বিষয়ে প্রকাশিত