আসরের কবি ৮


(৪৩) গোপাল চন্দ্র সরকার
বাংলাদেশে জন্ম তার 'গোপাল সরকার'
'কিনূভূষণ' 'কামিনী'-র বড়ো উপহার।
'তেপ্পান্ন সালেতে জন্ম আজ অবসরে-
ব্যঙ্গসুরে কাব্য তার কবিতা আসরে।
চারখানি গ্রন্থ তার হয় প্রকাশিত;
পাঁচশ' কবিতা মাঝে আজ সুভাষিত।


(৪৪) মণি জুয়েল
'মণি জুয়েল' আসরে ডিজিটাল কবি,
নানা ওয়েবসাইটে লেখা আর ছবি।
সঙ্গীহীন, প্রেমময়, 'ফিলোস' সাহিত্যে-
লিখে যান প্রিয় কবি পথে যেতে যেতে।
তিন বর্ষ আট মাস আসরেতে আজ
পাঁচশ' কবিতা শেষে আছে নানা সাজ।


(৪৫) মো. আব্দুল কাদের
প্রধান শিক্ষক তিনি 'আব্দুল কাদের'
বর্তমানে প্রাণপ্রিয় এই আসরের।
সাতমাস হল তিনি আসরে বিরাজ
মায়াছন্দে কাব্য তার সুস্থতা সমাজ।
ধর্ম-কর্ম, প্রেমপ্রীতি, আর প্রতিদান;
সবে মিলে কাব্য লিখে আসরে মহান।


(৪৬) স্বপনকুমার দাস
কবি 'স্বপনকুমার' সবাকার ছাত্র
আসরেতে কাব্য লেখে শেখে দিবারাত্র।
আসরে আছেন তাও দু' বছর হল
অনুবাদ, ছড়া-ছন্দ প্রকাশ করিল।
মুরশিদাবাদে জন্ম আজ শহরেতে-
ভালোবেসে আজ বাস এই আসরেতে।


(৪৭) রীনা বিশ্বাস (হাসি)
আসরেতে 'হাসি'খুশি এ 'রীনা বিশ্বাস'
এক বর্ষ, দুই মাস আসরেতে বাস।
কলেজ জীবন থেকে লেখে পত্রিকায়
সুনিপূণ গৃহবধূ সাহিত্যচর্চায়।
গল্পকথা, উপন্যাস, বাউল-ভজন;
সবেতেই আছে তিনি আলোক সুজন।


(৪৮) কালকেতু
আসরে 'দুর্জয় কবি' নাম 'কালকেতু'
নানা কাব্যে বেঁধেছেন আসরের সেতু।
প্রোফাইলে ছবি নেই, তথ্যও অজানা;
এর মাঝে কাব্য তার প্রায় দু' শ' খানা।
ভাবুক প্রকৃতি তার করেছেন জয়
আসরেতে তাই তিনি সুপ্রিয় 'দুর্জয়'।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ৭' - কবিতায় আগেই ৪২ জন কবি বিষয়ে প্রকাশিত