আসরের কবি ৯


(৪৯) সহিদুল হক
আসরের প্রিয় কবি 'সহিদুল হক'
কবিতা লেখার মাঝে সাধু বিবেচক!
চারবর্ষ দশমাস আজ আসরেতে-
কবিতার পাশাপাশি যে আলোচনাতে।
কবিতাকে ভালোবেসে সব লেখা তার
'লিমেরিক' সাথে নিয়ে চারশত পার।


(৫০) সোমাদ্রি
'পঁচাশিতে জন্ম তার, জন্ম কোলকাতা;
ভাষা শ্রমিক হয়েও বাংলা কবিতা।
'সোমাদ্রি' নামেতে তিনি সাত বছরেতে-
তেরশ' কবিতা লেখা আজ নীরবেতে।
কবিতা লেখেন শুধু, মন্তব্যেতে নয়;
আমৃত্যু লিখে যাবেন এই পরিচয়।


(৫১) শাজাহান কবীর শান্ত
প্রিয় আসরে 'কবীর শাজাহান শান্ত'
কবিতা লেখার মাঝে দেখান কৃতিত্ব।
সাতক্ষীরা জন্ম তার, আজ খুলনায়;
পাঠান্তেতে তিনি আজ এ শিক্ষকতায়।
সাড়ে তিন বর্ষ হল আসরে আছেন-
কবিতা লিখতে বসে বিষয় বাছেন।


(৫২) ডা. প্রদীপকুমার রায়
কবিতা আসরে 'রায় প্রদীপকুমার'
রচনাতে করেছেন কাব্য সুষমার।
'মুখ মুখোশে'র মাঝে 'মৃত্যু পরোয়ানা'
'স্মৃতিকথা' 'জন্মান্তর' কবিতা ভাবনা।
কুড়িমাস আসরেতে, প্রোফাইল শূন্য;
অমলিন ভালবাসা সহজেতে ধন্য।


(৫৩) রিঙ্কু রায়
আজ দেখি 'বেলাশেষে' কবি 'রিঙ্কু রায়'
কিছুদিন পরে আসে সেই মহিমায়।
মুরশিদাবাদ জন্ম, আজ কোলকাতা;
প্রিয় 'রবি' সাথে তার শিল্পী বাচিকতা।
স্মৃতিজ্বালা বুকে তার নিয়ত 'দহন'
বসন্তবাহার গেছে ছেড়ে প্রিয়জন।


(৫৪) মিলেটস
আসরের প্রিয় কবি 'প্রিয়ব্রত পাত্র'
'মিলেটস' নাম ধরে একবছর মাত্র।
বাঁকুড়াতে জন্ম তার, আজ দুর্গাপুর;
ডিজিটাল লেখালেখি কাব্যে ভরপুর।
ছন্দ সাথে লিখে যান তিনি মাঝে মাঝে
তার কাব্য পাঠ শেষে হৃদয়েতে বাজে।


** চলবে, তবে নিয়মিত নয়।


আমার লেখা 'আসরের কবি ১' থেকে 'আসরের কবি ৮' - কবিতায় আগেই ৪৮ জন কবি বিষয়ে প্রকাশিত