কুহেলিকাময় স্তব্ধ শীত অন্তরালে
ঝরাপাতা সাথে নিয়ে তুমিই বসন্ত!
আসিলে আনন্দদ্বারে আবীর সকালে
নিখিলভুবন মাঝে প্রকাশ অনন্ত।
ঋতুরাজ তুমি প্রিয় স্বর্গের উর্বশী
ধূলার ধরণি মাঝে ক্ষণিক অতিথি;
নীলাম্বরী আকাশ তলে শত পূর্ণশশী
মনের দখিনা ঘরে দোলে বনবীথি।


আরাধনা অবশেষে চলে যাবে তুমি
রেখে যেও সব গান এ আকাশ তলে;
কোকিলের কুহুতানে তোমাকেই চুমি
শিমূল-কৃষ্ণচূড়ায় পলাশের ছলে।
করেছি আজ আহ্বান আমি গীতিময়-
তোমার যাবার কাল তবু দুঃসময়!
         --------


ছন্দ- অক্ষরবৃত্ত
মাত্রা- ১৪ (৮/৬)
প্রকৃতি- সনেট
অন্ত্যমিল - ক খ ক খ গ ঘ গ ঘ / ঙ চ ঙ চ ছ ছ