এ প্রভাতে দোলা লাগে মনে
বহিছে বসন্ত সমীরণ;
আসে মাদল বাতাস সনে
আমার যে নীরব আপন।


হিল্লোল ওঠে মনের মাঝে
আসিছে যেন নব অতিথি;
প্রণয়বাসনা মনে বাজে
সাজ প্রাঙ্গণে পলাশতিথি।


মহুয়ার বনে মেতেছে গান
প্রেমদ্বারে কতই স্বপন;
তুমি আছো তাই অবদান
আজ বসন্তে করেছি পণ।


প্রকৃতি যেন হয় কুমারী
সেজেছে যুবতী মন বেশে;
তার মাঝে দেখি নিজেরই
গান শুনে আজ ভালোবেসে।
         ------