বারবার বদলাই আমি আত্মঅবস্থান
ভরসায় জেগে থাকে প্রতিটি নির্দেশ;
জাহাজের সওয়ারি হতে চাই আজ-
জাহাজ বন্দরমুখী হারিয়েছে পথ।
আমাকে সংকেত দেয় দিশাবাতিঘর
সকল দিকনির্দেশ মান্য করে চলি
তার দিক, তার নীতি করিনা অগ্রাহ্য!
ভরসা রেখেছি আত্মকথার উপর।


ডুবো জাহাজের ধারে অস্তিত্ব যে শূন্য
আমাকেও ত্বরান্বিত করে বুঝি আজ;
সেই পথে হেঁটে গেছি আমি অভিমানে-
তবু বেসরম আমি জেগে থাকি যুদ্ধে!
সকল মলিনতায় আমার অভীপ্সা
আমার এ অক্ষাংশ জুড়ে হাজার দ্রাঘিমা।