আজ ধরা দিয়ে গেলে মোর বাহুডোরে
ও নবীনা! প্রতীক্ষাতে চেয়ে গেছি আমি
শুধু একবার, সেই জোছনার ভোরে-
বারেক চেয়েছ দূরে- তুমি যে অনামি।
আমি চেয়ে দেখে গেছি ও মুখের 'পরে
তুমি এসে মেলে দিলে সেই অঙ্গিকার;
স্পর্শ দিলে যে মোরে ভিতরে বাহিরে
হয়তো হবার ছিল বলো কবেকার।


বারেক বাসনা প্রিয় মোর অবশেষে-
হয়তো কতই ছিল সময় অভাব;
কিছু যেন বলে গেলে ভালোলাগা হেসে
তোমাতেই চেয়ে থাকা নিয়ত স্বভাব।
এসো প্রিয় এই ঘরে রাখি যতনেতে-
ভরাব তোমাকে আমি মন রতনেতে।