----১----
রণভূমিতে
বসন্ত কৃষ্ণচূড়া
আর রাধাচূড়া;
নিষ্পলক দৃষ্টি তখন
পিশাচ রক্তের বেদনায়।


----২----
একাকীত্ব যে
ভূগোল সীমানা ভেঙে
বন্ধক রেখেছি;
ভিটেমাটি চারদিকে-
যৌবন ভালোবেসেছি।
    ---
# তানকা।