হলুদ, কাঁচাহলুদ, বাসন্তী-কমলা
শান্তিপুরী বা সুতির পাটভাঙা ছাপা;
মায়ের, পিসির শাড়ি! ব্লাউজ ও ফাঁপা
প্রথম নিজের শাড়ি ছড়িয়ে আঁচলা-
হেসে হেসে খিলিখিল মন যে উতলা
মাঘপ্রাতে উড়ুউড়ু সেই দৃষ্টিচাপা
সরস্বতী বালিকার হৃদয় সুতপা!
ছাড়া চুল ওড়ে যেন দেখি মেঘমালা।


এবার বসেছে এসে বাগদেবী মনে
আরাধনা গাঁদাফুলে অতি সযতনে;
মনেতে ফাগুনরোদ, চন্দনের ভিড়-
বাড়ি ছেড়ে পথে আসা যৌবন অস্থির!
নতুন যৌবনখানি মেলে নীরালায়-
কোন সে পুরুষ পানে চেয়ে থাকা যায়!
           -------