অস্তিত্বকে করেছি আড়াল
উঁকি দিয়ে দেখেছি অদৃশ্য;
কখনো কখনো বেসামাল
চোখে আছে দুর্নিবার বিশ্ব।


এখানে স্বপ্ন আছে আকাঙ্ক্ষা!
প্রতি নিশুতি আঁধারক্ষণে,
উন্মাদ রূপে পেয়েছি দেখা-
নিস্তব্ধ বেলা শেষ যতনে।


অনুভব করেছি উষ্ণতা-
নিশ্বাসে আজ দেখি দূরত্ব;
উপেক্ষা করেছি গভীরতা
বেঁচে আছে তবু নানা শর্ত।


রজনিতে আমি শুধু খুঁজি-
রাতের আঁধারে আসো তুমি;
অমাবস্যাতে রেখেছে বাজি
এ যে ভালোবাসা বেলাভূমি।
       --------